শেষযাত্রায় কল্পনা লাজমি, চোখের জলে বন্ধুকে বিদায় সোনি রাজদানের

 শ্যাম বেনেগালের সহকারী পরিচালক হিসাবে বলিউডে পা রেখেছিলেন। তারপর 'রুদালি', 'চিঙ্গারি', 'এক পল এক দামন'-এর মতো একের পর এক সিনেমায় নিজের জাত চিনিয়েছিলেন কল্পনা।  খ্যতনামা এই পরিচালক দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারে ভুগছিলেন। রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতনামা পরিচালক কল্পনা আজমি। তাঁর মৃত্যু বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। 

from Zee24Ghanta: Entertainment News https://ift.tt/2I8X7IY

Comments

Popular posts from this blog