ফের জিকা আতঙ্ক! রাজস্থানের জয়পুর আক্রান্ত ২৯

ফের উদ্বেগ, আশঙ্কার কারণ হয়ে উঠল জিকা ভাইরাস। ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার একের পর এক ঘটনার খবর আসছে রাজস্থানের জয়পুর থেকে। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন আরও সাত জন। রাজস্থানের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) বীনু গুপ্তা এ দিন টুইট করে জানিয়েছেন, এখনও পর্যন্ত শুধু জয়পুরেই আক্রান্তের সংখ্যা ২৯। ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের থেকে। রাজস্থানের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, জয়পুরের এসএমএস হাসপাতালে আক্রান্তদের আলাদা ভাবে রেখে চিকিৎসা চলছে। পরিস্থিতির ওপর নজর রাখতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম।

from Zee24Ghanta: Health News https://ift.tt/2yqOcOC

Comments

Popular posts from this blog

Jared Leto Was Responsible for the "We Live in a Society" Line in the 'Zack Snyder's Justice League' Trailer - /FILM

How to keep Amazon, Apple, and Google from listening to your Alexa, Siri, and Assistant recordings - TechHive

New insights into the structure of a killer protein